বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার জটিয়ারপাড়া দাঁতভাঙ্গা ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. লাবণ্য (২৩), একই এলাকার মো. আলা উদ্দিনের ছেলে শেখ আকাশ (২১) ও জুয়েল মিয়ার ছেলে মো. জুবাইদুর রহমান ওরফে খোকন (২৫)।
অফিসার ইনচার্জ মো. রাজু আহাম্মদ বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে তারা দাঁতভাঙ্গা ব্রিজে চাঁদাবাজি করছিল। তাদের আচরণ দেখে স্থানীয়দের মাঝে সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস